রামগতিতে অবৈধ জাল পুড়িয়ে বৈধ জাল বিতরণ
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ১৯:২৪
রামগতিতে অবৈধ জাল পুড়িয়ে বৈধ জাল বিতরণ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ২০ জন জেলের অবৈধ জাল পুড়িয়ে বৈধ সুতার জাল বিতরণ করা হয়েছে।


১৪ নভেম্বর, মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবৈধ জাল পুড়িয়ে নতুন ওই বৈধ জাল বিতরণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, চর আলগী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটন প্রমুখ।


মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টে কম্পোনেন্ট-৩ এর আওতায় উপজেলার আসলপাড়া ও রঘুনাথপুর মৎস্যজীবী গ্রাম সমিতির ২০জন সুফলভোগীর মাঝে ওই জাল বিতরণ করা হয়।


সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, দুটি মৎস্যজীবী গ্রাম সমিতির ২০জন জেলের অবৈধ জাল পুড়িয়ে নতুন সুতার (ফাঁস জাল) জাল দেওয়া হয়েছে। প্রত্যেকটা জালের দৈর্ঘ্য ৪ শত মিটার, যার বাজার মূল্য ২২ হাজার টাকা।


বিবার্তা/সুমন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com