
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ অবস্থায় জাহাঙ্গীর (৬০) নামের এক কযয়েদির ঢামেকে মৃত্যু হয়েছে।
৫ মে, রবিবার অসুস্থ অবস্থায় কয়েদি জাহাঙ্গীরকে কারারক্ষীরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে আটটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কয়েদিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী সাইফুল জানান, আজ সন্ধ্যার দিকে কয়েদি জাহাঙ্গীর কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরও বলেন, মৃত কয়েদি কোন মামলায় কারাবন্দি ছিলেন সেটা আমাদের জানা নেই। তবে তার কয়েদি নং ২৫৪৫/এ। তার পিতা কাসেম আলম। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার জাল কুরি এলাকায়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় এক কয়দিকে কারারক্ষীরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
আগামীকাল একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বিবার্তা/বুলবুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]