
বগুড়ার আদমদীঘিতে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে আব্দুস সালাম (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
৫ মে, রবিবার বেলা ১১টায় উপজেলার নিমকুড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম উপজেলার নশরতপুর ইউনিয়নের শিহাড়ী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
জানা যায়, নিজ বাড়ি থেকে মোটরসাইকেল করে চাঁপাপুর যাচ্ছিলেন আব্দুস সালাম। পথিমধ্যে নিমকুড়ি নামক স্থানে পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা এক ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টর চালক গাড়ি রেখে সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]