রোহিঙ্গা ক্যাম্পে ২টি পৃথক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ২
প্রকাশ : ০৫ মে ২০২৪, ২২:০৫
রোহিঙ্গা ক্যাম্পে ২টি পৃথক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ২
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ১২ ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় দুজনকে জবাই করে হত্যা করেছে দুষ্কৃতকারীরা।


নিহত রোহিঙ্গারা হলো উখিয়ার ক্যাম্প-১৯ ডি/১৪ ব্লকের নূর সালামের পুত্র নূর কালাম (২৯) ও ক্যাম্প-৪ জি/০৯ ব্লকের রজু মিয়ার ছেলে জাফর আহমেদ (৩৭)।


৫ মে, রবিবার ভোরে রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লক-এম ১৭ রেড ক্রিসেন্ট অফিস সংলগ্ন এলাকায় নূর কালাম নামে এক যুবককে জবাই করে হত্যা করেন।


অপর দিকে সন্ধ্যা ৭টায় ক্যাম্প এক্সটেনশন-২০ এস/৪ ব্লকে দ্বিতীয় স্ত্রীর বাসায় সন্ত্রাসীরা ক্যাম্প-৪ এর বাসিন্দা রজু মিয়ার ছেলে জাফর আহমেদ (৩৭) নামে অপর যুবককে জবাই করে হত্যা করে।


বিষয়টি নিশ্চিত করেছেন, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হোসাইন।


তিনি বলেন, ‘রবিবার সকালে উখিয়া আশ্রয় শিবিরের ক্যাম্প-১৮ এর ব্লক-এম ১৭ রেড ক্রিসেন্ট অফিস সংলগ্ন এলাকায় থেকে ক্যাম্প-১৯ ডি/১৪ ব্লকের নূর কালাম (২৯) নামের এক রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। অপর দিকে সন্ধ্যা ৭টায় ক্যাম্প এক্সটেনশন-২০ এর এস/৪ ব্লকে অপর এক যুবককে একইভাবে জবাই করে হত্যা করে।’


ওসি জানান, ‘প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীরা আধিপত্য বিস্তার, মাদক ও অস্ত্র ব্যবসাকে কেন্দ্র করে ১২ ঘণ্টার ব্যবধানে দুই যুবক খুন হয়। দুই যুবক খুনের ধরণ একই।’


তিনি আরও বলেন, ক্যাম্পে দুই যুবক খুনের ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনায় পৃথক মামলা রুজু করা হয়েছে।


অপর দিকে ৮ এপিবিএন অভিযান চালিয়ে ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প (তাজনিমার খোলা) থেকে ০১ (এক) টি ওয়ান শুটার গান (এলজি), ০৩ (তিন) রাউন্ড গুলিসহ ০২ (দুই) জন এফডিএমএন সদস্যকে গ্রেফতার করে।


৫ মে, রবিবার দুপুরে উখিয়ার তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের সাব ব্লকের ই-৩ এর ফ্রেন্ডশিপ লার্নিং সেন্টার এলাকায় এ অভিযান চালানো হয়।


অভিযানে আটকরা হলো, উখিয়ার ১৩ নম্বর তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের ই-৪ ব্লকের বাসিন্দা নুরুল হকের ছেলে আয়াত উল্লাহ (২৩) ও একই ক্যাম্পের বাসিন্দা মকবুল আহমেদের ছেলে মোহাম্মদ রফিক (২৪)। আটক আসামিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।


৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আমির জাফর বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


বিবার্তা/ফরহাদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com