নড়াইলে প্রকল্প উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ১৬:০৩
নড়াইলে প্রকল্প উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নড়াইল জেলার অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পসহ বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম এর উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।


১৪ নভেম্বর, মঙ্গলবার সকালে জেলা প্রশাসন, নড়াইল এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন।


জেলা প্রশাসক মোহম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল- ২ এর সংসদ সদস্য মাশরাফি বিন মোত্তর্জা, পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সুবাস চন্দ্র বোস, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) খাঁন শাহাবুদ্দিন, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপপরিচালক জুলিয়া শুকাইনা, কালিয়া উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মো. হাসানুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু,সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি,সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ।


প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-২ এর সংসদ সদস্য মাশরাফি বিন মোত্তর্জা ও জেলা প্রশাসক মোহম্মদ আশফাকুল হক চৌধুরী প্রধানমন্ত্রীর পক্ষে এ সব প্রকল্পের উদ্বোধন করেন।


উদ্বোধনকৃত প্রকল্পের মধ্যে রয়েছে নড়াইল সদর উপজেলা ১৬টি ও লোহাগড়ায় ২৩ আশ্রয়ণ প্রকল্পের ঘর, লোহাগড়ার এড়েন্দায় ২৫০০ মিটার চেইনেজে ১৭৫.২০ মিটার পিসি গার্ডার ব্রিজ, সদর উপজেলায় ৩টি ও লোহাগড়া উপজেলায় ৫টি প্রাথমিক বিদ্যালয় ভবন, নড়াইল উপজেলা বিছালী ইউনিয়নে আড়পাড়া কমিউনিটি ক্লিনিক ও লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব কমিউনিটি ক্লিনিক, নড়াইল সদর উপজেলায় ২.৯০ একর জমির উপর নার্সিং কলেজ, ৫টি মাদ্রাসা ভবন, ৪টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ভবন, সরকারি -বেসরকারি ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, কালিয়া উপজেলা সাব- রেজিস্ট্রি অফিস এবং নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে ৮ একর জমির উপর “ প্রকৌশলী হাতেম আলী খান ইঞ্জিনিয়ারিং কলেজ” এর ভিত্তি প্রস্তর।


বিবার্তা/শরিফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com