নীলফামারীতে দেবরের বিরুদ্ধে এসিড মারার অভিযোগ ভাবির
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ২০:৩৭
নীলফামারীতে দেবরের বিরুদ্ধে এসিড মারার অভিযোগ ভাবির
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে ভাবিকে এসিডে ঝলসে দেয়ার অভিযোগ পাওয়া গেছে দেবর আব্দুল ওয়াদুদের বিরুদ্ধে।


১২ নভেম্বর, রবিবার ভুক্তভোগী মেরিনা তার দেবর আব্দুল ওয়াদুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।


মেরিনা উপজেলার সদর ইউনিয়নের কামারপাড়ার আব্দুল মজিদের স্ত্রী।


অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল তাদের মধ্যে। এরই জেরে বাড়ির পাশের দোকানে পান খেয়ে বাড়ি ফেরার সময় ওঁৎ পেতে থাকা দেবর শনিবার (১১ নভেম্বর) দুপুরে মেরিনাকে এসিড নিক্ষেপ করেন। এতে তার শরীর ঝলসে যায়। পরে স্থানীয়রা মেরিনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় তার ডান চোখ, হাত ও পাজরের অনেকটা ঝলসে গেছে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. তাসলিমা সিদ্দিকা রেখা গণমাধ্যমকে বলেন, এসিডে তার ডান চোখে গুরুতর সমস্যা হয়েছে। তাকে রংপুর মেডিকেল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।


কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/এলএ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com