দুর্গাপুরে বিএনপির ৩ নেতা গ্রেফতার
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ১৯:৩৩
দুর্গাপুরে বিএনপির ৩ নেতা গ্রেফতার
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নেত্রকোনার দুর্গাপুরে বিস্ফোরক মামলায় বিএনপির ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।


৮ নভেম্বর, বুধবার দুপুরে পৌর শহরের নির্মাণাধীন মডেল মসজিদের নিকট থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলো দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবু চাঁন, দুর্গাপুর পৌর বিএনপির সদস্য সচিব মো. হারেজ গণি, বাকলজোড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেকুল ইসলাম।


পুলিশ জানায়, ২০২২ সালের ডিসেম্বর মাসে দুর্গাপুর থানায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।


এদিকে বিএনপির নেতাদের দাবি তাদের এক দফা দাবির আন্দোলন দমনের উদ্দেশে বিএনপির নেতাদের গ্রেফতার করা হচ্ছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান বলেন, দেশে এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে কোর্ট আঙ্গিয়াও বিএনপির লোকজন নিরাপদ নয়। আইনকে শ্রদ্ধা জানিয়ে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নেতারা কোর্টে গিয়েছিল অন্য একটি মামলার হাজিরা দেয়ার জন্য। পরে হাজিরা দিয়ে বের হলে পথে তাদের গ্রেফতার করা হয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদের মুক্তি দাবি করছি।


এ ব্যাপারে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) নূরুল আলম জানান, বিস্ফোরক মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে আদালতে পাঠানো হয়।


বিবার্তা/রফিক/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com