কর্ণফুলীতে বাস পোড়ানোর ঘটনায় মামলা, আসামি ২৮
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ১৬:৫৪
কর্ণফুলীতে বাস পোড়ানোর ঘটনায় মামলা, আসামি ২৮
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম কর্ণফুলীর ভেল্লাপাড়া ব্রিজের ক্রসিং এলাকায় সুগন্ধা সার্ভিস নামক একটি বাস পোড়ানোর ঘটনায় সিএমপির কর্ণফুলী থানায় ২৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় শিকলবাহার ইজাজ আল ফারুককে গ্রেফতার দেখিয়ে বাকি ২৭ জনকে অজ্ঞাত নামা আসামি করা হয়েছে।


বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহির হোসেন। যার মামলা নম্বর-০৩।


এর আগে, বুধবার (১লা নভেম্বর) সকালে উপজেলার ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় একটি বাস পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।


জানা যায়, বাসটি পোশাক কারখানার শ্রমিক নিয়ে পটিয়ার দিকে যাচ্ছিল। একদল অবরোধ সমর্থনকারী বাসটি আটকে ভাঙচুর করার পর অগ্নিসংযোগ করে।


গত মঙ্গলবার অবরোধের প্রথম দিনে আবার নগরীর বায়েজিদের টেনারি বটতল ও ইপিজেডে থানাধীন সলগোলা ক্রসিং এলাকায় পৃথক দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


এর আগে সোমবার রাতে নগরীর জিইসি মোড়ে বরযাত্রী বহন করা একটি মিনি বাসে আগুন দেওয়া হয়।


কর্ণফুলী থানার ওসি মো. জহির হোসেন বলেন, বাস পোড়ানোর ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার বাদী পুলিশ। একজন গ্রেফতার রয়েছে।


বিবার্তা/ফরহাদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com