বিএনপি-জামাতের ডাকা অবরোধের দ্বিতীয় দিন ছিল নিরুত্তাপ
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ২০:১১
বিএনপি-জামাতের ডাকা অবরোধের দ্বিতীয় দিন ছিল নিরুত্তাপ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপি-জামাতের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন বুধবার (০১ নভেম্বর) কুষ্টিয়া ছিল নিরুত্তাপ। অবরোধের ফলে শুধুমাত্র দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীণ রুটে পণ্যবাহী পরিবহনসহ অন্যান্য পরিবহন চলাচল করেছে স্বাভাবিক গতিতে।


তবে তিনচাকার অটো-রিক্সার দৌরাত্ম্যে শহরে যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়তে দেখা গেছে কর্মজীবীদের। অন্যদিকে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় কিছুটা বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা।


অধিক ভাড়া দিয়ে সিএনজি বা অন্যান্য পরিবহনে উপজেলা শহরগুলোতে যাতায়াত করতে দেখা গেছে অফিসগামী লোকজনসহ সাধারণ যাত্রীদের। এদিকে অবরোধ সফল করতে গতকালও বিএনপি-জামাতের কোন নেতা-কর্মীকে মাঠে দেখা যায়নি।


জেলা বিএনপি’র সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমি, সহ-সভাপতি ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা এবং জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ জেলার শীর্ষ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী গ্রেফতার হওয়ায় জেলা জুড়ে বিএনপি নেতা-কর্মীদের মাঝে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। ফলে গ্রেফতার এড়াতে অনেকে গা ঢাকাও দিয়েছেন।


অপরদিকে অবরোধে নাশকতা এড়াতে কুষ্টিয়া শহরসহ উপজেলাগুলোতেও পুলিশ মোতায়েনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি লক্ষ্য করা গেছে। মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হওয়া ৭২ঘন্টার অবরোধ কর্মসূচি বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হওয়ার কথা রয়েছে।


এছাড়াও জেলার দৌলতপুরে অবরোধের দ্বিতীয় দিন (বুধবার) জনজীবনে কোন প্রভাব পড়তে দেখা যায়নি। শুধুমাত্র দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট অন্যান্য দিনের মত খোলা ও স্বাভাবিক অবস্থায় ছিল। অফিস-আদালত, স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চলেছে স্বাভাবিক গতিতে।


অবরোধে বিএনপি-জামাত বা সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ছিল লোক চক্ষুর আড়ালে। তবে দৌলতপুর বিএনপি’র সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা গ্রেফতার হওয়ার পর যারা চায়ের দোকানে বসে সরকার পতনের ফাঁকা আওয়াজ দিত, তাদেরকেও গতকাল দেখা যায়নি। আবার গ্রেফতার এড়াতে অনেকে আত্মগোপনেও রয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।


বিবার্তা/শরীফুল/রোমেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com