গাইবান্ধায় জাতীয় যুব দিবস পালিত
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ১৮:৫৩
গাইবান্ধায় জাতীয় যুব দিবস পালিত
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার ( ১ নভেম্বর) গাইবান্ধায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।


এ উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, ড্রাইভিংয়ের লার্নার সনদ প্রদান, প্রশিক্ষণ সনদপত্র, সফল আত্মকর্মীদের ক্রেস্ট ও প্রশিক্ষণ ভাতা বিতরণ।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।


জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাহফুজার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো, ডেপুটি কো-অর্ডিনেটর কৃষিবিদ এ.এম খালেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মো. খাদেমুল ইসলাম, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুল ইসলাম, ডা: সোহেল মাহমুদ, সফল আত্মকর্মী হোসনে আরা, হানিফ মো. সুয়াইফ, আছিমা আকতার, নাজমুন্নাহার শান্তি, আব্দুল হাই, জয়া প্রসাদ, ইউনুস আলী, আশরাফুল আলম, মোশাররফ হোসেন প্রমুখ।


অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারী ৬ জনের মধ্যে ২ লাখ ৪০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া ড্রাইভিং, কম্পিউটার ও প্রশিক্ষণ সংক্রান্ত প্রশিক্ষণদের সনদপত্র বিতরণ করা হয়।


বিবার্তা/খালেক/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com