নড়াইলে এসএম সুলতানের নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষ্যে প্রেস ব্রিফিং
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ১৮:৫৭
নড়াইলে এসএম সুলতানের নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষ্যে প্রেস ব্রিফিং
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মজয়ন্তী উপলক্ষ্যে আগামী ২৮ অক্টোবর নড়াইলে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।


২৫ অক্টোবর, বুধবার বিকাল সাড়ে ৫টায় জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্টিত প্রেস ব্রিফিংএ লিখিত বক্তব্য পাঠ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।


তিনি বলেন, নৌকা বাইচ প্রতিযোগিতায় ১৪টি নৌকা অংশ গ্রহণ করবে। পুরুষদের নৌকা শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্তু।


এছাড়া মহিলাদের ৪টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। মহিলাদের নৌকা শেখ রাসেল সেতু থেকে বাঁধাঘাট পর্যন্তু।


ওইদিন দুপুরে শেখ রাসেল সেতুর নিচে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নড়াইল-২আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।


এসময় আরও উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক পিপিএম (বার), পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু ও পৌরমেয়র আঞ্জুমান আরা।


এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, এনডিসি আসিফ উদ্দিনসহ প্রমূখ।


বিবার্তা/শরিফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com