লামায় জাতীয় পার্টির সাংগঠনিক জেলা কার্যক্রম বাতিলের দাবি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ১৯:৫৩
লামায় জাতীয় পার্টির সাংগঠনিক জেলা কার্যক্রম বাতিলের দাবি
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় পার্টির বিতর্কিত লামা সাংগঠনিক জেলা বাতিলের দাবি জানিয়েছেন দলের নেতাকর্মীরা।


২৪ অক্টোবর, মঙ্গলবার বিকেলে লামা প্রেসক্লাবের তৃতীয় তলায় বীর বাহাদুর হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা এ দাবি তুলেন।


দলের জেলা কমিটির সিনিয়র সহসভাপতি মো. মুজিবুর মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- বান্দরবান জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম।


এতে বান্দরবান জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ বাবুল, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলা সমন্বায়ক মো. ওসমান গণি শিমুল, রূপসীপাড়া ইউনিয়ন সভাপতি মো. খোরশেদ আলম, পৌর জাতীয় পার্টির সভাপতি গিয়াস উদ্দিন, উপজেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি আব্দুর রহমান প্রমুখ এতে উপস্থিত ছিলেন।


সংবাদ সম্মেলনে দলের উপস্থিত নেতাকর্মীরা বলেন, বান্দরবান জেলা একটি মাত্র সংসদীয় আসন। এক জেলায় দুটি কমিটি থাকা মানে সাংঘর্ষিক।


কিছু দুষ্কৃতকারী জেলা জাতীয় পার্টির অগোচরে কেন্দ্রীয় কমিটিকে ভুল তথ্য দিয়ে লামা সাংগঠনিক জেলা কমিটি অনুমোদন নেন। পরে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ভুল বুঝতে পেরে কমিটি স্থগিত ঘোষণা করেন। পরবর্তীতে পুনরায় ওই বিতর্কিতরা লামা সাংগঠনিক জেলা কার্যক্রম অব্যাহত রাখেন। মূলত বান্দরবান জেলায় জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে দ্বিখণ্ডিত ও দুর্বল করার জন্য এ সাংগঠনিক জেলা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দুষ্কৃতিকারীরা।


বান্দরবান জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সৈকত জামান মিশুকের নেতৃত্বে জেলার সাতটি উপজেলায় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে। অবিলম্বে লামা সাংগঠনিক জেলা কমিটির কার্যক্রম বাতিল করে বান্দরবান জেলার অধীনে একত্রিত করে একটি শক্তিশালী কমিটি গঠন করে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করার দাবি দলের নেতাকর্মীরা।


বিবার্তা/আরমান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com