কাউখালীতে ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় প্রস্তুত ৪৫ আশ্রয়কেন্দ্র
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ১৯:০০
কাউখালীতে ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় প্রস্তুত ৪৫ আশ্রয়কেন্দ্র
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে পিরোজপুরের কাউখালীতে সোমবার গভীর রাত থেকে সকাল ৮ পর্যন্ত মাঝারি বৃষ্টিপাত হয়েছে। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। ঘূর্ণিঝড় হামুন অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত, সাত নম্বর সতর্ক সংকেত জারি হওয়ায় নদীর তীবরর্তী ১০ গ্রামের মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।


অস্থায়ী বেড়িবাঁধ, ফসলি জমি, বসতবাড়ির কয়েক হাজার পরিবার হুমকির মুখে।


এর ক্ষয়ক্ষতি মোকাবিলা ও দুর্যোগ পরবর্তী করণীয় ঠিক করতে কাউখালী উপজেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।


২৪ অক্টোবর, মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরিভাবে এক সভা করেছেন।


প্রস্তুতি রাখা হয়েছে ৪৫টি আশ্রয় কেন্দ্র। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু’র সভাপতিত্বে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা, এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, জাকারিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাও জনপ্রতিনিধিরা।


সভায় দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা করেন। এছাড়া উপজেলা পর্যায়ের কর্মকর্তা- কর্মচারীদেরকে নিজ নিজ কর্মস্থলে থাকার জন্য বলা হয়েছে।


বিবার্তা/রবিন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com