ব্রাহ্মণবাড়িয়ায় ১৬০ কেজি গাঁজাসহ আটক তিন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ১৫:৫৫
ব্রাহ্মণবাড়িয়ায় ১৬০ কেজি গাঁজাসহ আটক তিন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৬০ কেজি ভারতীয় গাঁজাসহ তিন জনকে আটক করেছে পুলিশ। ২৪ অক্টোবর, মঙ্গলবার ভোরে কসবা থানা পুলিশ সৈয়দবাদ বাসস্ট্যান্ড অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় কাভার্ড ভ্যানটিকেও জব্দ করা হয়।


আটককৃতরা হলো কসবা উপজেলার দেলী গ্রামের জিয়াউর রহমান জিয়া (৩৮), পৌর এলাকার আড়াইবাড়ী গ্রামের শফিকুল ইসলাম (২৯) ও ফুলতলী গ্রামের উজ্জ্বল মিয়া ওরফে মহারাজ (৩৬)।


কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, কুমিল্লা-সিলেট
মহাসড়ক হয়ে গাজার বড় একটি চালান পাচারের গোপন সংবাদে সৈয়দবাদ বাসস্ট্যান্ড অভিযান চালায় পুলিশ। এ সময় সৈয়দাবাদ বাসস্ট্যান্ড ভাই ভাই ট্রান্সপোর্টের (ঢাকা মেট্রো-ন ২০-৬১৫৩) বড় একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখে ভ্যানটির চালক ও সাথে থাকা অপর দুজনের গতিবিধি দেখে সন্দেহ হয়। এসময় পুলিশ ভ্যানের ভিতর তল্লাশির কথা বললে চালকসহ চোরাকারবারিরা গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তাদের তিনজনকেই আটক করে।


আটকের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী ভ্যানের ভিতর ৯টি পাটের বস্তা ও ৩টি কালো বড় ট্রলি ব্যাগের ভিতরে রক্ষিত অবস্থায় ১৬০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।


এ ঘটনায় থানায় মামলা হয়েছে গ্রেফতারকৃতদের দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com