
নড়াইলের সদর উপজেলার নড়াইল-ফুলতলা সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে মামুন সমাদ্দার (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এসময় মোটরসাইকেলের ধাক্কায় কাজেম আলী (৩৫) নামে এক পথচারী আহত হয়।
নিহত মামুন সমাদ্দার নড়াইল পৌরসভার রঘুনাথপুর গ্রামের বাবলু সমাদ্দারের ছেলে। সে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ১১ মে, শনিবার সকালে নড়াইল-ফুলতলা সড়কে বেপরোয়া গতিতে মামুন সমাদ্দার মোটরসাইকেল চালাচ্ছিল। পথিমধ্যে কাড়ার বিলের মাঝ বরাবর উঁচু ব্রিজ অতিক্রমের সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নড়াইলগামী বাইসাইকেল আরোহী মাটি কাটা শ্রমিককে ধাক্কা দিয়ে সড়কে ছিটকে পড়ে। এতে প্রচণ্ড আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুমড়ে মুচড়ে যায় তার মোটরসাইকেল। এ অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মামুন সমাদ্দারকে মৃত ঘোষণা করেন।
এদিকে মামুনের মোটরসাইকেলের ধাক্কায় আহত শ্রমিক কাজেম আলীর বা পা ও ডান হাত ভেঙ্গে গেছে। তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহত কাজেম আলী নড়াইল পৌরসভার উজিরপুর গ্রামের আজিজ মন্ডলের ছেলে।
এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিহত মামুন সমাদ্দারের লাশ নড়াইল সদর হাসপাতালে মর্গে রয়েছে।
বিবার্তা/শরিফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]