'অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতার বিকল্প নেই'
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ১৭:৪৮
'অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতার বিকল্প নেই'
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ), শারদীয় দুর্গাপূজা ও কঠিন চীবরদান-২০২৩ সুষ্ঠভাবে পরিচালনার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি জেলা পরিষদ।


বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি সদরস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট হলরুম এ আর্থিক সহায়তা বিতরণ করা হয়।


খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।


প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। পাহাড়ে সকলকে সম্প্রীতির বন্ধনকে অটুট রেখে বসবাস করতে হবে। সে সাথে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে আমরা মিলেমিশে সহযোদ্ধা হতে চাই। তাই অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতার বিকল্প নেই বলে মন্তব্য করেন প্রধান অতিথি এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা।


এসময় খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, নিলোৎপল খীসা, ক্যজরী মারমা, আঞ্চলিক পরিষদ সদস্য জাফর আহম্মদ উপস্থিত ছিলেন। পরে ঈদে মিলাদুন্নবী (সাঃ), শারদীয় দুর্গাপূজা ও কঠিন চীবরদান পালনের জন্য নগদ আর্থিক সহায়তা তুলে দেন প্রধান অতিথি।


এছাড়াও অনুষ্ঠানে পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ, সদস্য মাঈন উদ্দিন, শাহিনা আক্তার, শতরূপা চাকমা, মাঈন উদ্দিন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ, খাগড়াছড়ি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন, ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান সুজন চাকমাসহ গণ্যমান্যরা এতে অংশ নেন।


বিবার্তা/মামুন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com