নড়াইলের কালিয়ায় ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ২১:২১
নড়াইলের কালিয়ায় ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের কালিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৯টি নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি। বুধবার (১৮অক্টোবর) দিনব্যাপী মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার কয়েকতলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করেন।


শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল কালিয়ার মনোরঞ্জন কাপুড়িয়া মহাবিদ্যালয়, পিরোলী বীরপ্রতীক হাবিবুল আলম মহাবিদ্যালয়, শাহবাগ ইউনাইটেড একাডেমি, চাঁচুড়ি পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, রঘুনাথপুর মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়, খড়রিয়া এজিএম মাধ্যমিক বিদ্যালয়, জেএমপি আলতাফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়, খড়রিয়া-যাদবপুর দাখিল মাদ্রাসা এবং শহীদ এখলাস উদ্দিন উচ্চ বিদ্যালয়।


রঘুনাথপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভবন উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঈনুর জহুর মুকুলের সভাপতিত্বে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল -১ আসনের সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি।


এসময় আরো উপস্থিত ছিলেন, নড়াইল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অরুনাভ রায়, পুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি, প্রধান শিক্ষক তারিকুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য বিপ্লব প্রমুখ।


নড়াইল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অরুনাভ রায় জানান, ২৫ কোটি ৫৯লাখ ৬৫ লাখ টাকা ব্যয়ে এসব নতুন ভবন নির্মিত হয়েছে।


বিবার্তা/শরীফুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com