হিলিতে শেখ রাসেল দিবস পালিত
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ১৫:২০
হিলিতে শেখ রাসেল দিবস পালিত
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় নানা কর্মসূচির মাধ্যমে শেখ রাসেল এর ৬০ তম জন্মবার্ষিকী দিবস উদযাপন করা হয়েছে।


১৮ অক্টোবর, বুধবার সকাল দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ শেখ রাসেলের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।


পুষ্পস্তবক অর্পণ ও শোভাযাত্রায় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ হারুন উর রশিদ হারুন।


এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভার একপর্যায়ে শহীদ শেখ রাসেলের জীবনের উপর প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশিদ হারুন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আরজেনা বেগম, হাকিমপুর ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সোহরাব হোসেন প্রতাপ, প্রভাষক আশরাফ আলী প্রধান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ছায়েম মিয়া, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম, আলিহাট ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম, একাডেমিক সুপারভাইজার শিক্ষা সাখাওয়াত হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ।


বিবার্তা/রব্বানী/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com