কুড়িগ্রামে ব্র্যাকের 'প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তকরণ' প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ২০:২৫
কুড়িগ্রামে ব্র্যাকের 'প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তকরণ' প্রশিক্ষণ অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের ব্র্যাক কর্মসূচির সকল পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের একীভূত করণের লক্ষ্যে ব্র্যাক কর্মীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে 'প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিকরণ' প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।


১৫ অক্টোবর, রবিবার ব্র্যাক রিজিওনাল অফিস কুড়িগ্রামে জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি কর্মসূচির রিজিওনাল ম্যানেজার মোঃ মহসীন এর পরিচালনায় জেলার সকল কর্মসূচির জেলা প্রধানদের সক্রিয় ও স্বতঃফুর্ত অংশগ্রহণে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।


প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সৈয়দ ফাহিদ হাসান। প্রশিক্ষণে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিকরণের গুরুত্ব, প্রতিবন্ধিতা সম্পর্কিত আইনসমূহ, প্রতিবন্ধিতার ধরন ও সনাক্তকরণের উপায়, প্রতিবন্ধীতার কারণ ও প্রতিরোধের কিছু উপায়, প্রতিবন্ধী ব্যক্তি বান্ধব ভাষা, যা বলা যাবে ও যা বলা যাবে না, কথোপকথনে কিছু করণীয় ও বর্জনীয় এবং প্রবেশগম্যতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।


প্রশিক্ষণ শেষে উন্মুক্ত আলোচনায় ব্র্যাক প্রতিবন্ধী কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক খালেদা সুলতানা বলেন, সত্যি কথা বলতে প্রতিবন্ধীতার ধরণ, প্রতিবন্ধী ব্যক্তির সাথে কেমন আচরণ করা উচিত সেই বিষয়ে আমাদের স্বচ্ছ ধারণা পূর্বে ছিল না, এখন আমরা বুঝতে পারছি, একজন প্রতিবন্ধী ব্যক্তির সাথে কেমন আচরণ করা উচিত।


তিনি আরো বলেন, আমাদের ফিল্ড লেভেল বেশির ভাগ অফিসই ভাড়া অফিস সেক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তির উপযোগী অবকাঠামো নির্মাণ করা কিছুটা সীমাবদ্ধতা রয়েছে, তবে এখন থেকে কর্মপরিবেশ প্রতিবন্ধী ব্যক্তি বান্ধব নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে এবং প্রতিবন্ধী ব্যক্তি সহ সকলের সাথে জেন্ডার সংবেদনশীল ভাষার ব্যবহার ও আচরণ নিশ্চিত করার জন্য উদ্যোগ নেয়া হবে।


তিনি আরো বলেন, প্রতিবন্ধী অন্তর্ভুক্তিকরণ প্রশিক্ষণটি অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। প্রশিক্ষণ গ্রহণের ফলে কর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এমন আয়োজনের জন্য জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারর্সিটি কর্মসূচিকে ধন্যবাদ জানাই।


বিবার্তা/বিপ্লব/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com