
ময়মনসিংহের আলালপুর এলাকায় ময়মনসিংহ-শেরপুর সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
২৭ এপ্রিল, শনিবার বেলা ১১টার দিকে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের সবজিপাড়া এলাকার মিলার্স অটো রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক জানান, শেরপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এই ঘটনায় আহত হন আরও ৪ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক নিহতের নাম ঠিকানা জানাতে পারেননি তিনি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]