
মোংলা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। অটোরিকশার যাত্রী সাইদ মোড়ল ঘটনাস্থলে নিহত হয়। অপরজন ২ জন অটোরিকশা যাত্রী আজাদ ও চালক মনিকে আহত অবস্থায় রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
২৭ এপ্রিল, শনিবার সকাল ৮টার দিকে মোংলা-খুলনা মহাসড়কের রামপালের চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা হতে মোংলাগামী বেপরোয়া ও দ্রুত গতিতে ট্রাক চালিয়ে মোংলা-খুলনা মহাসড়কের রামপাল উপজেলার চেয়ারম্যানের মোড়ের সামনে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার ১ জন যাত্রী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। তার বাড়ি রামপালের ঝনঝনিয়া এলাকায় এবং অপর যাত্রী ও চালকের বাড়ি রামপালের ঝনঝনিয়া, গাববুনিয়া এলাকায়।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সমেন দাস বলেন, রামপালের চেয়ারম্যানের মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। ঘাতক চালক ও ট্রাক আটক করেছে পুলিশ। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিবার্তা/রানা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]