বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সেরা স্থান মালয়েশিয়া: তাজুল
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ১৪:২৩
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সেরা স্থান মালয়েশিয়া: তাজুল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়া পড়াশোনার সেরা স্থান হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।


শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘স্টাডি ইন মালয়েশিয়া- এডুকেশন ফেয়ার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।


তিনি বলেন, ‘গ্লোবালি অনেক সুযোগ রয়েছে বর্তমানে। এর জন্যই বলা হয় আমরা গ্লোবাল ভিলেজের নাগরিক। যখন তুমি গ্লোবাল ভিলেজের নাগরিক হবা, তখন তোমাদের সামনে অনেক সুযোগ রয়েছে। নিজেকে যোগ্য করে গড়ে তুললে তুমি তোমার সীমানা থেকে ছাড়িয়ে গিয়ে অনেক কিছু অর্জন করতে পারবে।’


তিনি আরও বলেন, মালয়েশিয়া একটি ভিন্ন দেশ। যদিও অধিকাংশ নাগরিক সেখানে মুসলিম। তবুও সেখানে সকল ধর্মের সমান সুযোগ-সুবিধা রয়েছে। ধর্মীয় এবং সাংস্কৃতিকভাবে মালয়েশিয়া বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সেরা স্থান হবে।


মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এ দেশ নানান কিছুতে কষ্টে ছিলো। আমরা যখন পাকিস্তানের অধীনে ছিলাম তখন আমাদের সব কিছুতে বঞ্চনার শিকার হতে হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের স্বাধীনতা এসেছে। শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ -- সব কিছুতে আমাদের অবস্থা বেগতিক ছিলো। সেখান থেকে ধীরে ধীরে শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নতি করেছি।’


তিনি বলেন, আমরা কৃষি, শিক্ষা, চিকিৎসা -- যেখানেই উন্নতি করতে চাই না কেনো এসব কিছুর প্রাইম হচ্ছে শিক্ষা। গত পাঁচ বছর ধরে আমি অনেক পরিশ্রম করেছি। মানুষের জন্য কাজ করেছি, কাজ করছি। প্রধানমন্ত্রী আমাকে পছন্দ করেন দেখেই মন্ত্রী বানিয়েছেন। যখন আমি প্রথম সংসদ সদস্য হয়েছিলাম তখন আমি সাবমেরিন কেবল ইস্যু নিয়ে সংসদে বলেছিলাম। এখন আমাদের দুটি সাবমেরিন ক্যাবল আছে।’


তিনি আরও বলেন, ‘আমার মালয়েশিয়া সম্পর্কে তেমন ধারণা নাই; কিন্তু মাহাথির মোহাম্মদ পুরো দেশটাকে বদলে ফেলেছেন। নিজেকে আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে হবে। কোভিডের সময় পাহাড়ি এলাকা থেকে এক মেয়ে আমাকে কল দিয়েছে এবং চাকরির জন্য সাহায্য চেয়েছিলো, আমি তার জন্য চাকরি মেনেজ করে যখন তাকে পরবর্তীতে কল দিয়েছিলাম, তখন সে খুশি হয়ে আমাকে বলে যে, সে ফ্রিল্যান্সিং করে ভালো টাকা আয় করছে।’


মন্ত্রী বলেন, ‘অনেক বাধা আছে তবুও আমরা আমাদের লক্ষ্যে স্থির। আমরা আমাদের ভিশন ৪১ বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com