রাজধানীতে নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহর’ সদস্য গ্রেফতার
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ১৫:১৬
রাজধানীতে নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহর’ সদস্য গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর পল্লবী থেকে নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহর (আল জিহাদী) এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।


১৪ অক্টোবর, শনিবার এটিইউ’র পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ ছানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার হওয়া যুবকের নাম বাঁধন হোসেন (২৮)।


এটিইউ’র পুলিশ সুপার ছানোয়ার হোসেন জানান, গত বৃহস্পতিবার পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার বাঁধন নতুন জঙ্গি সংগঠন তাওহীদুল উলূহিয়্যাহর সঙ্গে জড়িত থাকার বিষয়ে শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাঁধনসহ এ সংগঠনের বাকি সদস্যরা আনসার আল ইসলামের সদস্য এবং একই মতাদর্শে বিশ্বাসী বেশ কিছু সদস্যকে নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহ (আল—জিহাদী)’ গঠন করে।


তারা ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে উগ্রবাদী অডিও, ভিডিও আপলোড ও শেয়ার করে সরকার উৎখাতের চেষ্টা ও দেশব্যাপী নাশকতার পরিকল্পনার জন্য সদস্য সংগ্রহ করে আসছিল।


বিবার্তা/রিয়াদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com