মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো অর্থোপেডিক অপারেশন
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ২২:৪৩
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো অর্থোপেডিক অপারেশন
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো অর্থোপেডিক অপারেশন হয়েছে।


মোংলা হাসপাতালে ২ সপ্তাহ আগে ৯ বছরের এক শিশু পায়ের হাড় ভেঙে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডা. শাহিন এর কাছে আসে।


হতদরিদ্র পরিবারের শিশুটি, তাকে প্রথমে প্লাস্টার করা হয়, ৭ দিন পর ফলো আপ এ আসলে দেখা যায়, আবারো ডিসপ্লেস হয়ে গেছে।


১৩ অক্টোবর, শুক্রবার দুপুরে বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. রাজিব কুমার পাল এর সাথে আলাপ করে এই অসহায় শিশুর অপারেশন-এর জিনিসপত্রের ব্যবস্থা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে বিনা পারিশ্রমিকে সেই শিশুর অপারেশন সম্পন্ন হয়।


ডা. শাহিন জানান, অপারেশন সাকসেসফুল এবং শিশুটি ভালো আছে।


এ সময় অপারেশনে তাকে সহযোগিতা করেন ডা. রাজীব কুমার পাল, ডা. মলয় মল্লিক সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা।


বিবার্তা/জাহিদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com