খানসামায় দুর্গা পূজা উদ্‌যাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ১৭:২৫
খানসামায় দুর্গা পূজা উদ্‌যাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের খানসামা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গা পূজা-২০২৩ উপলক্ষ্যে মন্দির ভিত্তিক পূজা কমিটির সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে খানসামা থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল্লা আল মাসুম, উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্।


অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়ের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ধীমান কুমার দাস ও সাধারণ সম্পাদক অনন্ত কুমার রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক জিতেন্দ্র নাথ রায় ও সদস্য সচিব বিভূতী ভূষণ সাহা শিবু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার ছয় ইউপি চেয়ারম্যানগণ, উপজেলার সকল পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ সাংবাদিকবৃন্দ।


উল্লেখ্য, এবছর খানসামা উপজেলায় ১৩৬টি মণ্ডপে দুর্গাপূজা উদ্‌যাপন করা হবে।


বিবার্তা/জামান/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com