হারিয়ে যাওয়া ৪৬টি মোবাইল ফিরে পেলেন প্রকৃত মালিক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ১৮:২৮
হারিয়ে যাওয়া ৪৬টি মোবাইল ফিরে পেলেন প্রকৃত মালিক
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ী জেলায় বিভিন্ন সময়ে হারানো বা চুরি যাওয়া ৪৬টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।


৫ অক্টোবর, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন।


এ সময় পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ বলেন, ‘রাজবাড়ী জেলা একটি ছোট্ট জেলা। এ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। এ পর্যন্ত এ জেলায় মার্ডারসহ অন্যান্য যে অপরাধমূলক কর্মকাণ্ড হয়েছে তাতে আমাদের সাফল্য রয়েছে। এছাড়াও প্রান্তিক মানুষের মোবাইলগুলো উদ্ধারের যে কাজটি আমরা করি, এটি আমরা খুব আবেগ দিয়ে করি, আমরা খুব মন দিয়ে কাজটি করি। কারণ হচ্ছে মোবাইল হারিয়ে যাওয়ার পরে তার ভিতরে যে মানসিক কষ্টটা হয়, সেই কষ্টটা আমরা অনেক কষ্ট করে মোবাইল উদ্ধার করে যখন তার হাতে তুলে দিতে পারি, তখন তার মুখের যে হাসি আমরা দেখতে পাই, সেটি আমাদেরকে সত্যিকার অর্থে আরও কাজে অনুপ্রাণিত করে।


আমরা এই কাজটি সবসময় করে যাব। আর জেলার বিভিন্ন থানায় প্রতিনিয়তই মোবাইল হারানোর জিডি হয়। সেই জিডিগুলোর প্রেক্ষিতে সাইবার ক্রাইম মনিটরিং সেল এর একটি চৌকস টিম উক্ত মোবাইলগুলো উদ্ধার করে।


মোবাইল ফোন ফেরত পেয়ে পাংশা বাহাদুরপুর এলাকার সাঈদা বলেন, এটি আমার খুব পছন্দের ফোন। আমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় বাড়ি থেকে ফোনটি হারিয়ে যায়। ফোনটির জন্য আমি খুব কান্না কাটি করেছিলাম। অবশেষে রাজবাড়ী জেলা পুলিশ আমার ফোনটি উদ্ধার করে আমাকে বুঝিয়ে দিল। ফোনটি পেয়ে আমি অনেক অনেক খুশি। এজন্য রাজবাড়ী জেলা পুলিশকে ধন্যবাদ।’


মোবাইল ফোন ফেরত পেয়ে সদর উপজেলার ব্রাম্মনদিয়া গ্রামের নেওয়াজ শরীফ বলেন, ‘আমার ব্যাগ থেকে তিনটি ফোন একসাথে হারিয়ে যায় এরপর আমি পুলিশ সুপারের কার্যালয়ে এসে অভিযোগের কপি জমা দেই একমাস পরে আমাকে আজকে ফোন দেয় যে আপনার ফোন উদ্ধার হয়েছে। আমি ভেবেছি যে হয়ত একটি ফোন উদ্ধার হয়েছে কিন্তু এখানে এসে দেখি আমার তিনটি ফোনই উদ্ধার হয়েছে। এই তিনটি ফোন একসাথে পেয়ে আমি আসলে আমি আনন্দেও ভাষা হারিয়ে ফেলেছি। সর্বোপরি রাজবাড়ী জেলা পুলিশকে অশেষ ধন্যবাদ।’


মোবাইল ফোন ফেরত পেয়ে বালিয়াকান্দি নারুয়া বাজারের একেএম আতাউর রহমান বলেন, ‘আমার এই ফোনটি গত মাসের ১৮ তারিখে হারিয়ে যায় ২৬ তারিখে থানা জিডি করি আজকে ফোনটি হাতে পেলাম। এত অল্প সময়ের মধ্যে আমার ফোনটি আমি হাতে পাব তা ভাবতে পারিনি। আমি রাজবাড়ী জেলা পুলিশের দীর্ঘায়ু কামনা করি। আমি তাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব।’


মোবাইল ফোন ফেরত পেয়ে গোয়ালন্দ বাজার এলাকার পল্লী চিকিৎসক আরিফুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেল চালানোর সময় পকেট থেকে একটি ফোন পড়ে যায়। আরেকটি ঘুমানোর সময় ঘরের জানালা দিয়ে চুরি করে নিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্টস করলে রেজাউল করিম স্যার আমাকে ইনবক্সে নক করে এবং তার সার্বিক সহযোগিতায় আমি ফোন দুটি আজ ফেরত পেলাম। অসংখ্য ধন্যবাদ রাজবাড়ী জেলা পুলিশকে।’


এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইফতেখারুজ্জামানসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যরা।


বিবার্তা/মিঠুন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com