খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্‌যাপন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৮
খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্‌যাপন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

উৎসব মুখর পরিবেশে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনা সভা আয়োজনে মধ্য দিয়ে খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উদ্‌যাপন করা হয়েছে।


২৯ সেপ্টেম্বর,শুক্রবার সকাল থেকে খাগড়াছড়ির নারিকেল বাগানস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে নেতাকর্মীদের বর্ণাঢ্য একটি আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শাপলা চত্বর মুক্ত মঞ্চে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।


পরে নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীর কেক কাটেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।


এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে চলছে। তখনেই ষড়যন্ত্র করে চলমান উন্নয়ন থামিয়ে দিতে উঠে পড়ে লেগেছে ষড়যন্ত্রকারীরা। শেখ হাসিনার হাতে এই দেশ নিরাপদ উল্লেখ করে তিনি আবারো নৌকাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন।


এতে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান ও সংগঠনের যুগ্ম সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন খান, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এড.আশুতোষ চাকমা, এম এ জব্বার, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খোকনেশ্বর ত্রিপুরা, পাজেপ সদস্য নিলোৎপল খীসা, ক্যজরী মারমা,খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, পাজেপ সদস্য ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শতরূপা চাকমা, জেলা পরিষদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত উল ইসলাম, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম প্রমুখ।


এছাড়াও আরো অংশ নেয়, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সদস্য শামীম চৌধুরী, আফতাব উদ্দিন চৌধুরী, এড. নুরুল্লাহ হিরো, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. জাবেদ হোসেন, সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন, সাবেক ছাত্রনেতা ইকবাল বাহার এতে অংশ নেয়।


বিবার্তা/মামুন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com