কুষ্টিয়ায় রাতের আঁধারে গুলিবর্ষণ; বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, আটক-১৪
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ২২:১৬
কুষ্টিয়ায় রাতের আঁধারে গুলিবর্ষণ; বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, আটক-১৪
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় রাতের আঁধারে এলোপাতাড়ি গুলিবর্ষণে আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীর মাঝে। দুইপক্ষের বিরোধের জেরে কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামে এলোপাতাড়ি গুলিবর্ষণ ও সশস্ত্র মহড়ার ঘটনা ঘটেছে। লিপটন ও ইউপি চেয়ারম্যান সানোয়ার মোল্লার গ্রুপের দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় বিভিন্ন সূত্র জানিয়েছে। খবর পেয়ে ইবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।


স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার ও সামাজিক দ্বন্দ্বের জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লিপটন গ্রুপের ২০-২৫ জন অস্ত্রধারী দুর্বাচারা গ্রামে প্রতিপক্ষ ইউপি চেয়ারম্যান সানোয়ার মোল্লার বাড়িতে হামলা চালায়। এসময় তারা অন্তত ২০-২২ রাউন্ড গুলিবর্ষণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ইউপি চেয়ারম্যান সানোয়ার মোল্লা গ্রুপের লোকজন পাল্টা ধাাওয় দিলে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় হামলকারীরা বেশ কিছু বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে। খবর পেয়ে ইবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ না হলে পরে কুষ্টিয়া থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুলিশ রাতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে এবং বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার করে।


গুলিবর্ষণ ও হামলার ঘটনায় কুষ্টিয়া ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ জানান, এলাকার আধিপত্য বিস্তার ও সামাজিক দ্বন্দ্বের জের ধরে মঙ্গলবার রাতে লিপটন ও ইউপি চেয়ারম্যান সানোয়ার মোল্লার গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধলে তাৎক্ষণিক সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এঘটনায় কয়েক রাউন্ড গুলিও ছুড়েছে দুর্বৃত্তরা এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ১৪ জনকে আটক করা হয়েছে। এবং বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


বিবার্তা/শরীফুল/রোমেল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com