খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৬
খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।


২২ সেপ্টেম্বর, শুক্রবার সকালে তিনি প্রকল্প এলাকা ঘুরে দেখার পাশাপাশি উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন। পরে উপকারভোগীদের মাঝে উপহারসামগ্রীও বিতরণ করেন।


এসময় মুখ্য সচিব বলেন, আগামী এক মাসের মধ্যে এ আশ্রয়ণ প্রকল্পে আরও আড়াই থেকে ৩ হাজার পরিবারকে পুনর্বাসন করা সম্ভব হবে। এ জন্য ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে ৬৫টি ৫ তলা ভবন। বাকি ভবনগুলোর কাজও দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে।


এসময় মুখ্য সচিবের সাথে ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানসহ প্রকল্প সংশ্লিষ্টরা।


কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণের জন্য কক্সবাজার শহরের সমিতি পাড়া ও কুতুবদিয়া পাড়া এলাকায় বসবাসরত ৪ হাজার ৪০৯ টি জলবায়ু উদ্বাস্তু পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সরকার। খুরুশকুলে নির্মাণাধীন পৃথিবীর বৃহত্তম এই আশ্রয়ণ প্রকল্পে ইতিমধ্যে প্রায় ৬০০ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।


এই এলাকায় মোট ১৩৯ টি ৫ তলা ভবন নির্মাণ করা হবে। এছাড়াও নির্মিত হবে ‘শেখ হাসিনা টাওয়ার’ নামে একটি ১০ তলা ভবন।


বিবার্তা/ফরহাদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com