বগুড়ায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর নির্দেশে আর্থিক সহায়তা প্রদান
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৬
বগুড়ায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর নির্দেশে আর্থিক সহায়তা প্রদান
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ায় সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নে যমুনা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রধানমন্ত্রীর নির্দেশে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।


৮ সেপ্টেম্বর, শুক্রবার সকালে কামালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।


এসময় বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে এমন ৩৪ জন ব্যক্তিকে ৫,০০০ টাকা ও ২০৭ জন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ১,০০০ টাকা করে সাময়িকভাবে সহায়তা প্রদান করা হয়।


আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।


এসময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম, সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ মো. কাওছার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রমুখ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক।


বিবার্তা/রাহেনুর/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com