
শেরপুরের নকলায় ট্রাকের চাপায় ইজিবাইকের ২ যাত্রীর মৃত্যু হয়েছে।
৭ মে, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার গড়েরগাঁও-পাইস্কা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজা মিয়া (৫৫) ও জবেদা বেগম (৭৫)। তারা সম্পর্কে শাশুড়ি ও মেয়ের জামাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজা মিয়া ও তার শাশুড়ি গড়েরগাঁও থেকে ইজিবাইকে করে পাইস্কা বাজারে যাচ্ছিলেন। পথে বিপরীতদিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজা মিয়া ও তার শাশুড়ি মারা যান। আহত হন আরও ২ জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির খান বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]