কোটচাঁদপুর সাপের কামড়ে যুবকের মৃত্যু
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ২১:৫২
কোটচাঁদপুর সাপের কামড়ে যুবকের মৃত্যু
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের কোটচাঁদপুরে সাপের কামড়ে ফরহাদ হোসেন (১৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।


৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার উপজেলার বলুহর গ্রামের বকুলতলা পাড়ায় এ ঘটনা ঘটে।


নিহত ফরহাদ হোসেন ওই এলাকার শান্তি হোসেনের ছেলে।


প্রতিবেশী বিমল শর্মা জানায়, বুধবার রাতে মাটির ঘরে ঘুমিয়ে ছিল ফরহাদ হোসেন। ঘুমন্ত অবস্থায় রাতে তার ঠোটে সাপে কামড় দেয়। বিষয়টি তার পরিবারকে জানালে তাকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান স্বজনরা। হাসপাতালে ইনজেকশন অ্যান্টিভেনম না থাকায় ফরহাদের স্বজনদের ইনজেকশন কিনে আনতে বলেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। এরপর তার স্বজনরা ১৪ হাজার টাকা দিয়ে অ্যান্টিভেনম কিনে আনেন। পরে ওই ইনজেকশন দেয়ার পর সে মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।


বিষয়টি নিয়ে ঝিনাইদহের সিভিল সার্জন শুভ্র রানী দেবনাথ বলেন, হাসপাতালের দায়িত্ব আমার না। ওখানে তত্ত্বাবধায়ক আছেন রেজাউল ইসলাম তিনি বলতে পারবেন। তবে অ্যান্টিভেনম হাসপাতালে নাই এটা আমি জানা আছে। কারণ কয়েক দিন আগে জেলা প্রশাসকের সঙ্গে মিটিংয়ে বিষয়টি সকলকে অবহিত করেছি।


বিবার্তা/রায়হান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com