নড়াইলে অবসরপ্রাপ্ত চাকরিজীবী সমবায় সমিতির ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৫
নড়াইলে অবসরপ্রাপ্ত চাকরিজীবী সমবায় সমিতির ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে সীমান্তের অতন্দ্র প্রহরী (অব.) বিজিবি সরকারি চাকরিজীবী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুরে নড়াইল জেলা পরিষদ চত্বর থেকে সচেতনতামূলক একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়।


পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শফিকুর রহমান জামালের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, বিশেষ অতিথি নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা, বিজিবি অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা জিএম মনসুর আহম্মেদ, বিজিবি অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসেন, সিনিয়র সহসভাপতি মো. মতিয়ার রহমান, সংগঠনের নড়াইল জেলা আহ্বায়ক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক হাবিলদার নবীর হোসেন, সংগঠনের কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. নাজমুল হোসেন প্রমুখ।


বক্তারা বলেন ডেঙ্গু জ্বর প্রতিরোধে এডিস মশার উৎস জমে থাকা পানির স্থান পরিষ্কার রাখা, রাস্তার পার্শ্ববর্তী ড্রেন, ফুল ফল গাছের টব নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দেন। সংগঠনের পক্ষ থেকে সারা দেশের জেলা শাখাগুলোর উদ্যোগে জনসচেতনতায় কার্যক্রম চালাবে বলে জানানো হয়।


অনুষ্ঠানে সংগঠনের খুলনা বিভাগের নেতৃবৃন্দ সহ নানা সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরিফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com