প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলাকারী গ্রেফতার
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৯
প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলাকারী গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলাকারী আলাউদ্দীন (৪৩) কে গ্রেফতার করেছে ঝিনাইদহের র‍্যাব-৬। দিবাগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থানার মোহম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ।


আলাউদ্দীন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।


৩ সেপ্টেম্বর, রবিবার সকাল সাড়ে ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, গত ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলীয় কর্মকাণ্ডে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় পৌঁছালে তাকে হত্যার উদ্দেশ্যে হাত বোমা ও আগ্নেয়াস্ত্রসহ গাড়ি বহরে হামলা চালানো হয়।


এ ঘটনায় ৩টি মামলা রুজু হয়। সাতক্ষীরার স্পেশাল ট্রাইবুনাল-৩ আদালতে বিচারিক প্রক্রিয়া শেষে এ ঘটনা প্রমাণিত হওয়ায় ৪৮ জনকে যাবজ্জীবন সাজাসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। মামলার আসামি আলাউদ্দীন ১৬ বছর কারাদণ্ড প্রাপ্ত আসামি হওয়ায় দীর্ঘ সময় আত্মগোপনে থাকে। এরপর গোপন সূত্রে খবর পেয়ে, আজ দিবাগত রাত ২টার দিকে আসামিকে চুয়াডাঙ্গা থেকে র‍্যাব-৬ তাকে গ্রেফতার করতে সমর্থ হয় ।


তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামি প্রাথমিকভাবে ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরবর্তীতে তাকে সাতক্ষীরা কলারোয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।


বিবার্তা/রায়হান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com