খানসামা টিটিসিতে প্রশিক্ষণার্থীদের অরিয়েন্টেশন
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৪১
খানসামা টিটিসিতে প্রশিক্ষণার্থীদের অরিয়েন্টেশন
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনস্থ দিনাজপুরের খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) প্রশিক্ষণার্থীদের অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।


৩ সেপ্টেম্বর, রবিবার সকালে টিটিসি হলরুমে সদ্য ভর্তিকৃত তৃতীয় ও চতুর্থ ব্যাচের মোট ৫০জন প্রশিক্ষার্থী অরিয়েন্টেশন ক্লাসে অংশগ্রহণ করেন।


এতে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নিমাই কুমার দত্ত।


এসময় ইন্সট্রাক্টর নিয়াজুর রহমান, ইংরেজি ভাষা শিক্ষা প্রশিক্ষক মোস্তাফিজুর রহমান, আরবি ভাষা শিক্ষা প্রশিক্ষক রবিউল হাসান, সহকারী মটর ড্রাইভিং প্রশিক্ষক রবিউল ইসলাম,অফিস সহকারী রমজান আলী, কম্পিউটার অপারেটর আজমল হোসেনসহ প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন ।


অরিয়েন্টেশন ক্লাসে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ নিমাই কুমার দত্ত বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে কারিগরি শিক্ষার গুরুত্ব দিচ্ছেন। মনে রাখতে হবে, দক্ষ জনশক্তি দেশ ও দশের সম্পদ। তাই যেখানে যা কিছু শিখতে হবে ভালো করে শিখতে হবে। দেশের প্রত্যেক নাগরিককে স্বনির্ভর হতে হবে। তোমরা কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশ ও দশের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করবে বলে আশা করছি।


বিবার্তা/জামান/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com