ব্রাহ্মণবাড়িয়ায় এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৩
ব্রাহ্মণবাড়িয়ায় এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় ২০২৩ সালের এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের কাউতলী স্বপ্নতরী কমিউনিটি হলে কাউতলী উন্নয়ন কমিটির উদ্যোগে কাউতলীস্থ ছাত্র-ছাত্রীদের মধ্যে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


কাউতলী উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ মো. শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সাব ইন্সপেক্টর আব্দুস সবুর। কাউতলী উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. বাবুল চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কাউতলী উন্নয়ন কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ মো. সায়েদুর রহমান সর্দার, উইজডম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মোকায়েম,সম্মানিত উপদেষ্টা এ বি এম ফরিদ উদ্দিন।


এসময় অনুষ্ঠানের শুরুতেই হাফেজ জালাল উদ্দিন পবিত্র কোরআন তেলাওয়াত করেন। উক্ত অনুষ্ঠানে কাউতলী উন্নয়ন কমিটির পক্ষ থেকে কাউতলীস্থ ২০২৩ সালের এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ১০ জন। এরা হলেন তাফান্নুম বিনতে ফারুক, নাঈম হাসান, আব্দুল করীম, জাহিদ হাসান জয়, মেহেরুন্নেছা সানি, সাইফ ইকবাল সাইমন, তাজরীন জাহিদ ইলমা, মাহবুব হোসাইন, জান্নাতুল নাঈম তোহা, খাতুনে জান্নাত তুষী।


এ সময় বক্তারা বলেন, জিপিএ ৫ পাওয়া এত সহজ বিষয় না। অনেক কষ্ট করে তা পেতে হয়। শিক্ষার্থীরা মানুষের মত মানুষ হোক আমরা এ কামনা করি।


২০২২ সালের পহেলা জানুয়ারি কাউতুলি উন্নয়ন কমিটি প্রতিষ্ঠিত হয়। এর পর থেকেই সকল বাধা অতিক্রম করে এ সংগঠনটি এগিয়ে যাচ্ছে। এটি একটি মানবিক সংগঠন। সমাজের মানুষের পাশে সবসময়ই আমরা থাকবো। অনেক ষড়যন্ত্র হচ্ছে আমাদের এ সংগঠনটি নিয়ে কিন্তু আমরা এর ধার ধারি না।মানবিকতার ছোঁয়ায় এগিয়ে যাবে সংগঠনটি।


বিবার্তা/নিয়ামুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com