রাজশাহীতে বিপুল পরিমাণ নকল রাজস্ব স্ট্যাম্প জব্দ, গ্রেফতার ১
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০১:২০
রাজশাহীতে বিপুল পরিমাণ নকল রাজস্ব স্ট্যাম্প জব্দ, গ্রেফতার ১
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর বাঘা উপজেলায় বিপুল পরিমাণ জাল রাজস্ব স্ট্যাম্পসহ শহিদুল ইসলাম (৪০) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৫।


প্রতারক শহিদুল ইসলাম বাঘা থানাধীন বালিহার বেতিপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে।


শুক্রবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ১,৩১,০০০ (এক লক্ষ একত্রিশ হাজার) পিচ জাল স্ট্যাম্প জব্দ করে র‍্যাব-৫ এর অভিযানিক দল।


র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি অভিযানিক দল জানতে পারে যে, গ্রেফতারকৃত আসামী মোঃ শহিদুল ইসলাম তার বসতবাড়ীতে বিভিন্ন জাল রাজস্ব স্ট্যাম্প তৈরী করে বিক্রি করছে।


বিষয়টি জানা মাত্রই ঘটনাস্থল অভিযান করে শহিদুল ইসলামকে আটক করা হয়। পরে আসামীর দেয়া তথ্যে বসতবাড়ী তল্লাশী করে তার শয়নকক্ষের ভিতরে খাটের নীচ থেকে উক্ত জাল রাজস্ব টিকিট উদ্ধার করে।


র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে লোক চক্ষুর অন্তরালে নকল রাজস্ব স্ট্যাম্পসমূহ বেচা বিক্রি করে এবং সরকারের পাশা-পাশি জনসাধারণের ক্ষতিসাধন করে আসছে।


শহিদুল ইসলামের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় প্রতারক আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।


বিবার্তা/মোস্তাফিজুর/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com