কুড়িগ্রামে ধরা পড়লো বিরল প্রজাতির ইল-ফিশ
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ১৬:৫০
কুড়িগ্রামে ধরা পড়লো বিরল প্রজাতির ইল-ফিশ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রাম সদর উপজেলায় খড়া জালে ধরা পড়লো বিরল প্রজাতির একটি সামুদ্রিক ইল-ফিশ।


আজ বুধবার (৩০ আগষ্ট) সকালে সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকায় মাছটি ধরা পড়ে।


৪ কেজি ওজনের মাছটি দৈর্ঘ্য প্রায় সাড়ে ৩ ফিট। মাছটিকে দেখতে উৎসুক জনতা ভিড় জমিয়েছে জেলের বাড়িতে।


স্থানীয় রবিউল ইসলাম বলেন, ধরলা নদীর শাখা খিরাই নদীতে যৌথভাবে খড়া জাল দিয়ে মাছ ধরতে যান হোসেন আলী, আনোয়ার হোসেন, আব্দুল করিম ও মানিক মিয়া। আজ সকালে তাদের জালে ইল-ফিশ নামের মাছটি ধরা পড়ে। তারা মাছটিকে বাড়িতে নিয়ে আসলে উৎসুক জনতা এক নজর দেখার জন্য ফারুকের বাড়িতে ভিড় জমান।


মাছ শিকারী মোঃ ফারুক হোসেন বলেন, এরকম মাছ আমার জীবনে আমি দেখেনি। আজ মাছটি সকালে আমার খড়া জালে আটকা পড়েছে। পরে খোঁজ খবর নিয়ে জানলাম মাছটি খাওয়া যাবে।


কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোক্তাজির খান বলেন, এ মাছটি উপকূলীয় এলাকায় বেশি দেখা যায়। কোন কারণে হয় তো এখানে চলে আসছে। এসব মাছ খাওয়া যায়।


বিবার্তা/বিপ্লব/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com