টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে জবাই করে হত্যা
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ১৭:৩৯
টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে জবাই করে হত্যা
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রী আদিয়া খাতুন (২৩) কে জবাই করে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে স্বামী নুর কামাল (২৪) পলাতক রয়েছে।


শুক্রবার (২৫আগস্ট) সকাল ৯টার দিকে টেকনাফ আলীখালি ২৫নং ক্যাম্পের ডি ব্লকে এই ঘটনা ঘটে। নিহত স্ত্রী টেকনাফ ২৫নং ক্যাম্পের ছামসু আলমের মেয়ে।


বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জুবায়ের।


তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের একটি টিম যায়। সেখান থেকে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে এনজিও এমএসএফ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জানান হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা গেছেন।


তিনি আরও বলেন, এ ঘটনায় সন্দেহভাজন ঘাতক স্বামী পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।


প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/ফরহাদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com