নরসিংদীতে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতির সংবাদ সম্মেলন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ১৯:৩৯
নরসিংদীতে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতির সংবাদ সম্মেলন
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীতে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


২৪ আগস্ট, বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় নরসিংদী সম্পাদক পরিষদ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারনা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ বিধান বাস্তবায়ন ও তামাক কোম্পানীর আগ্রাসন নিয়ন্ত্রণে সাংবাদিকদের করণীয় শীর্ষক এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহম্মদ।


নরসিংদী প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আসাদুল হক পলাশের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী সম্পাদক পরিষদের সভাপতি মো: জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো: ফারুক মিয়া, জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার সভাপতি সোহেল এস হোসেন, নাটাবের প্রোগ্রাম অফিসার মনিরুল ইসলাম প্রমুখ।


সংবাদ সম্মেলনে নাটাবের প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহম্মদ (ইউএস সার্জন জেনারেল রিপোর্ট-২০১০) বলেন, তামাকের ধোঁয়ায় ৭ হাজারের বেশি ক্ষতিকর রাসায়নিক রয়েছে, যা শরীরের প্রতিটি অঙ্গ-প্রতঙ্গের ক্ষতি করে। এদের মধ্যে প্রায় ৭০টি মানবদেহে ক্যান্সার সৃষ্টি করে। তামাক প্রাণঘাতী নেশাদ্রব্য ও মাদক সেবনের প্রবেশ পথ। তামাক চাষ, প্রক্রিয়াজাতকরণ ও সেবন-প্রতিটি ধাপে জনস্বাস্থ্য, পরিবেশ, অর্থনীতির ক্ষতি করে। তামাক সেবনের কারণে পৃথীবিতে প্রায় ৮০ লক্ষাধিক মানুষ মারা যায় (ডব্লিউএইচও-২০২০)। তন্মধ্যে পরোক্ষ ধুমপানে ১২ লক্ষাধিক মানুষ মারা যায়। ফলে তিনি ক্ষতিকর তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারনা যাতে প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায়, বাংলাদেশে প্রকশিত কোন বই, লিফলেট, বিলবোর্ড, সাইনবোর্ড ইত্যাদিতে না করা হয় সেজন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।


বিবার্তা/কামাল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com