নড়াইলে দিনব্যাপী কৃষি প্রশিক্ষণ
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ১৩:৫১
নড়াইলে দিনব্যাপী কৃষি প্রশিক্ষণ
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় নড়াইলে কৃষি বিষয়ে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


২২ আগস্ট, মঙ্গলবার নড়াইল সদর উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।


সদর উপজেলার মোট ৩০ জন কৃষক-কৃষাণীদের এ প্রশিক্ষণ
প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে একটি করে আম গাছের চারা বিতরণ করা হয়।


প্রশিক্ষণ প্রদান করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রোকনুজ্জামান, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সৌরভ দেবনাথ।


প্রশিক্ষকরা জলবায়ু সহনশীল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঘেরের পাড়ে অফসিজনে তরমুজ চাষ, মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার উৎপাদন, পলি-মালচিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উচ্চ মূল্যের সবজি চাষ ও রিলে ফসল হিসেবে রোপা আমনের সঙ্গে সরিষা চাষসহ বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে আলোকপাত করেন।


দিনব্যাপী এ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিএম জাহিদ শকিল, সুকান্ত রায়, মনিরুজ্জামান, শামীমা ইয়াসমিন, বাদল কুমার বিশ্বাস, দিপক কুমার বসু প্রমুখ।


বিবার্তা/শরিফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com