কুড়িগ্রামে ২১ আগস্ট উপলক্ষ্যে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ১৭:২৮
কুড়িগ্রামে ২১ আগস্ট উপলক্ষ্যে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী উপলক্ষ্যে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।


২১ আগস্ট, সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে।


এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সহ-সভাপতি শেখ বাবুল, এ্যাড. আব্রাহাম লিংকন, সাঈদ হাসান লোবান, আওয়ামী লীগ নেতা ওবায়দুর রহমান, আবুল কালাম আজাদ, মোস্তাফিজার রহমান সাজু, ড. শাহানাজ বেগম নাজু মাহবুবা বেগম লাভলী প্রমুখ।


বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসের ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যা যজ্ঞের ভয়াল দিন। ২০০৪ সালের এই দিনে জোট সরকারের আমলে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে নজিরবিহীন গ্রেনেড হামলা চালানো হয়।


এ সময় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ ২২জন নেতা-কর্মী প্রাণ হারান। যা তারেক জিয়া সহ তৎকালীন বিএনপি সরকারের প্রত্যক্ষ পৃষ্টপোষকে হয়েছে বলে বক্তারা দাবি করেন।


বিবার্তা/বিপ্লব/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com