কুড়িগ্রামে জোড়া খুন মামলার মূলহোতা একযুগ পর গ্রেফতার
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ১৯:৪৩
কুড়িগ্রামে জোড়া খুন মামলার মূলহোতা একযুগ পর গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার মূলহোতা হারুনুর রশিদকে প্রায় একযুগ পর চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।


২০ আগস্ট, রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন।


গ্রেফতারকৃত হারুনুর রশিদ উলিপুর গুনাইগাছ ইউনিয়নের কাঁঠালবাড়ি এলাকার বাসিন্দা।


পুলিশ জানায়, কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামার হাট নামক চরাঞ্চল এলাকায় জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে ১২ সালে আব্দুল মজিদ এবং মোক্তার আলী নামের দু'জন খুন হয়। এরই ধারাবাহিকতায় সেইসময় উলিপুর থানায় হত্যা মামলা দায়ের হয়। সেই সূত্রধরে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. হারুনুর রশিদ প্রায় দীর্ঘ এক যুগ ধরে গ্রেফতারের ভয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থান করে এবং কিছুদিন পরপর তার অবস্থান পরিবর্তন করে।


উলিপুর থানা পুলিশ দীর্ঘ সময় ধরে আসামিকে গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন কৌশল অবলম্বনসহ গোপন তথ্য সংগ্রহ করে তার অবস্থান নিশ্চিত করে। এক পর্যায়ে উলিপুর থানার একটি চৌকস টিম চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় র‍্যাবের সহায়তায় গ্রেফতার করে নিয়ে আসে।


কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, উলিপুর থানার ২০১২ সালের জোরা খুন মামলার মূলহোতাকে পুলিশ ও র‍্যাবের যৌথ কর্মপ্রচেষ্টায় চট্টগ্রাম থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে আমাদের এই ধারাবাহিক যৌথ কর্মপ্রচেষ্টা অব্যাহত থাকবে।


বিবার্তা/বিপ্লব/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com