রামপালে যাত্রী হয়রানি বন্ধে মতবিনিময়
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ২০:৪৭
রামপালে যাত্রী হয়রানি বন্ধে মতবিনিময়
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পরিবহনে যাত্রী হয়রানি ও ভোগান্তি কমিয়ে আনতে মাহিন্দ্রা গাড়ির চালক ও সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম।


১৩ আগস্ট, রবিবার বিকেলে থানার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ওসি আশরাফুল আলমের সভাপতিত্বে ও এসআই লিটনের সঞ্চালনায় মতবিনিময় সভায় ওসি (তদন্ত) মো. হানিফ, এসআই ইসমাইল হোসেন, মাহিন্দ্রা চালক সমিতির সভাপতি ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফকির রবিউল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।


মতবিনিময় সভার সভাপতি ওসি আশরাফুল আলম তার বক্তব্যে সমিতির নেতৃবৃন্দ ও চালকদের উদ্দেশ্য করে বলেন, যাত্রী পরিবহনে হয়রানি ও ভোগান্তি কমিয়ে আনতে হবে এবং অন্য যানবাহন চলাচলে কোন প্রতিবন্ধকতা যাতে সৃষ্টি না হয় সে বিষয়েও সতর্ক থাকতে হবে। যাত্রী হয়রানি, চাঁদাবাজিসহ সড়কে যানজট সৃষ্টিকারীদের কঠোরভাবে দমন করা হবে বলেও হুসিয়ারি দেন পুলিশের এই কর্মকর্তা।


এছাড়াও সভায়, রাস্তায় চলাচলে পথচারী ও যাত্রীদের সুবিধার জন্যে সবার আগে ট্রাফিক আইন মেনে চলা বিষয়ে প্রাথমিক


প্রশিক্ষণসহ দিক নির্দেশনা দেওয়া হয়।


বিবার্তা/রাজু/রোমেল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com