মোংলায় আশ্রয়ণের ঘর পাচ্ছেন আরও ১০০ জন
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ১৬:০৬
মোংলায় আশ্রয়ণের ঘর পাচ্ছেন আরও ১০০ জন
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বাগেরহাটের মোংলায় আরও ১০০ জন ভূমিহীন-গৃহহীন মানুষ জমিসহ আশ্রয়ণ প্রকল্পের ঘর পেতে যাচ্ছেন। কাল


আগামীকাল বুধবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ঘরের উদ্বোধন করবেন।


এ উপলক্ষ্যে মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের কক্ষে আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ের তৃতীয় ধাপে ঘর হস্তান্তরের জন্য সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপংকর দাশ।


তিনি এসময় জানান, চতুর্থ পর্যায়ের তৃতীয় ধাপে ৯ আগস্ট (বুধবার) উপজেলার চাঁদপাই ইউনিয়নের পাকখালী গ্রামে ১০০ জন ভূমিহীন-গৃহহীনের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হবে।


এ ছাড়া এ উপজেলায় এর আগে ৫৯৫ ভূমিহীন-গৃহহীনের মাঝে দুই কক্ষ বিশিষ্ট রঙিন টিনের সেমিপাকা আশ্রয়ণের ঘর দেওয়া হয়েছে।


এদিকে মোংলায় আরও যারা ভূমিহীন-গৃহহীন রয়েছে, তাদের তালিকা করে পর্যায়ক্রমে তাদেরও ঘর দেওয়া হবে বলে জানান ইউএনও দীপংকর দাশ।


সংবাদ সম্মেলনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা, সমবায় কর্মকর্তা জোবায়ের হোসেন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তরিকুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/জাহিদ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com