বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস
শিলাইদহ কুঠিবাড়িতে নিরবইে পালিত হলো দিনটি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ২২:০৩
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আজ ২২ শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। কবিগুরুর স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে দিবসটি অনেকটা নীরবে নিভৃতে পালিত হলো। ছিল না তেমন কোনো আয়োজন।


কুঠিবাড়িতে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দর্শনার্থী ও কবি ভক্তদেরও ছিল না আনাগোনা। বিকেলে ৪টায় কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বকুলতলায় ছিল সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে কবিগুরুকে দিন ও ক্ষণ বিবেচনায় স্মরণ করতে হবে এমনটি নয় বলে মনে করেন বিটিভির মহাপরিচালক মো. জাহাঙ্গীর আলম। বাঙালির আত্মপরিচয়ের জায়গা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশেষ দিনে বিশেষভাবেই তাকে স্মরণ করা উচিত বলে মনে করেন কবি ভক্ত ও দর্শনার্থীরা।


কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মণ্ডলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত, কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম আকিব, কবি ও সাহিত্যিক লিটন আব্বাস, আব্দুল সাদিক, সোহেল আমিন ও মেরিনা আক্তার।


পরে কুমারখালী উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।


বিবার্তা/শরীফুল/রোমেল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com