টাঙ্গাইলে গ্রাম উন্নয়ন কর্মশালার উদ্বোধন
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ১৮:৪৪
টাঙ্গাইলে গ্রাম উন্নয়ন কর্মশালার উদ্বোধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইল সদরে স্বেচ্ছাসেবী সংগঠন যুবদের জন্য ফাউন্ডেশনের আয়োজনে শুরু হয়েছে বেকারমুক্ত গ্রাম উন্নয়ন কর্মশালা।


২৯ জুলাই, শনিবার সকালে দাইন্যা ইউনিয়ন পরিষদের হল রুমে তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন।


কর্মশালা পরিচালক ও যুবদের জন্য ফাউন্ডেশনের সভাপতি মুঈদ হাসান তড়িৎ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী ও দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন প্রমুখ।


উদ্বোধনী দিনে দাইন্যা ইউনিয়নের ৩০ জন যুবক কর্মশালায় অংশ নেন। প্রধান অতিথি সংসদ সদস্য ছানোয়ার হোসেন বলেন, বেকারমুক্ত গ্রাম গড়তেই এই কর্মশালার আয়োজন। যুবরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ তৈরিতে যুবদের দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই।


কর্মশালা পরিচালক ও যুবদের জন্য ফাউন্ডেশনের সভাপতি মুঈদ হাসান তড়িৎ জানান, স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতায় ১২টি ইউনিয়নে ৩৫০জন যুবদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কর্মশালার আয়োজন করছে যুবদের জন্য ফাউন্ডেশন।


তিন দিনব্যাপী কর্মশালায় রয়েছে ফ্রিল্যান্সিং, স্বল্প পুঁজিতে ব্যবসার পরিকল্পনা ও বাস্তবায়ন, গ্রাম উন্নয়নে যুবদের ভূমিকা ও রূপকল্প ২০৪১ সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হবে। বৃহস্পতিবার দাইন্যা ইউনিয়ন থেকে বেকারমুক্ত গ্রাম উন্নয়ন কর্মশালার যাত্রা শুরু হল।


কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যুবদের জন্য ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মির্জা তৌহিদুল ইসলাম, তরুণ উদ্যোক্তা আবইয়াজ সাইফ, রঙিন মাছের খামারের উদ্যোক্তা সামিউল ইসলাম, পোল্ট্রি খামার উদ্যোক্তা সাইফ খান, সৌখিন পাখি উদ্যোক্তা সামিউজ্জামান সামি প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/ইমরুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com