সিলেটে কমেছে এসএসসি পাশের হার ও জিপিএ ৫
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ১৮:৪০
সিলেটে কমেছে এসএসসি পাশের হার ও জিপিএ ৫
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চলতি বছরে সিলেটে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় কমেছে পাসের হার। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এ বছর পাসের হার ৭৬ দশমিক শূন্য ৬ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৮ দশমিক ৮২ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৫৫২ জন; যা গত বছরের চেয়ে ২ হাজার ১১৩টি কম।


২৮ জুলাই, শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।


শিক্ষকদের পেশার প্রতি আরও দায়িত্বশীল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাউশির তদারকি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।


সিলেট শিক্ষা বোর্ডে খোঁজ নিয়ে জানা যায়, এ বছর বোর্ডের অধীনে ১ লাখ ৯ হাজার ৫৩২ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ। এর মধ্যে পাস করেছে ৮৩ হাজার ৩০৬ জন। যাদের মধ্যে ছেলে ৩৩ হাজার ৯০৯ জন এবং মেয়ে ৪৯ হাজার ৩৯৭ জন।


মোট জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৫৫২ পরীক্ষার্থী। এর মধ্যে ছেলে ২ হাজার ৪৭০ এবং মেয়ে ২ হাজার ৯৮২ জন। গত বছরের চেয়ে ২ হাজার ১১৩টি জিপিএ ৫ কমেছে। এ বোর্ডে গত বছর জিপিএ ৫ পেয়েছিল ৭ হাজার ৫৬৫ শিক্ষার্থী।


সিলেট শিক্ষা বোর্ডে এ বছর বিজ্ঞান বিভাগে পাসের হার ৯১ দশমিক ৭৪ শতাংশ, মানবিকে ৭০ দশমিক ৮৩ শতাংশ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৩ দশমিক ৩৫ শতাংশ।


বোর্ডের অধীনে চার জেলার মধ্যে সিলেট জেলায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪১ হাজার ১২৪ জন; পাস করেছে ৩২ হাজার ৩৯৯ জন। পাসের হার ৭৮ দশমিক ৭৮ শতাংশ।


হবিগঞ্জ জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০ হাজার ৩৫৫ জন; পাস করেছে ১৫ হাজার ১৩১ জন। পাসের হার ৭৪ দশমিক ৩৪ শতাংশ।


মৌলভীবাজারে এবার এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৪ হাজার ৫৭৫ জন; পাস করেছে ১৮ হাজার ৫৩ জন। পাসের হার ৭৩ দশমিক ৪৬ শতাংশ। সুনামগঞ্জে এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৩ হাজার ৪৭৮ জন; এর মধ্যে পাস করেছে ১৭ হাজার ৭২৩ জন। পাসের হার ৭৫ দশমিক ৪৯ শতাংশ।


বিবার্তা/ফয়সাল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com