সাতক্ষীরায় স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ১৯:৪৬
সাতক্ষীরায় স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতে পাচারের সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে ৯৬ লক্ষ টাকা মূল্যের ৬টি স্বর্ণের বারসহ রবিউল ইসলাম নামে একজন চোরাকারবারিকে আটক করেছে বিজিবির সদস্যরা।


আটককৃত রবিউল ইসলাম সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের মৃত্যু রইস উদ্দিন মোড়লের ছেলে।


বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার হচ্ছে, এমন গোপন সংবাদে বিজিবি সদস্যরা অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ভোমরা বিওপির নায়েক মোহাম্মদ আসাদুজ্জামান। বুধবার রাতে ভোমরার আইসিপির ফলমোড় এলাকায় গোপনে অবস্থান করে।


ওই সীমান্ত এলাকা থেকে রবিউল ইসলামকে আটক করে বিজিবির সদস্যরা। পরে তার তল্লাশি করে কোমরে পেঁচানো কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় ৬টি স্বর্ণের বার উদ্ধার করে।


জব্দকৃত এই সোনার ওজন ১ কেজি ১৩৭ গ্রাম ৬৫০ মিলি গ্রাম। যার মূল্য প্রায় ৯৬ লক্ষ ১ হাজার ৭৬৬ টাকা।


তিনি আরও জানান, স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে ও আটক রবিউল ইসলামকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।


বিবার্তা/সেলিম/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com