রাজবাড়ীতে বালুবাহী বাল্কহেড জব্দ, আটক ১২
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ১৩:২৪
রাজবাড়ীতে বালুবাহী বাল্কহেড জব্দ, আটক ১২
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদী থেকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ১২টি বালুবাহী বাল্কহেড জব্দ করেছে নৌপুলিশ।


২৫ জুলাই, মঙ্গলবার বিকেলে উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে বাল্কহেডগুলো জব্দ করে ১ নম্বর ফেরিঘাটে নোঙর করে রাখা হয়।


জব্দ করা বাল্কহেডগুলো হলো-সাব্বির হোসেন, এস এম আদি, এমভি সূর্যনগর, ইয়া গাউস, এস এম আদর, এম বি ভাই বোন, মক্কা মদিনা, মক্কা মদিনা ০২, ফি আমানিল্লাহ্, ভূইয়া পরিবহন, আল্লাহ মহান, মাসুদ ০২।


দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জে এম সিরাজুল কবির বলেন, পদ্মা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও নদীতে বাল্কহেড দিয়ে বালু পরিবহনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করায় দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে বাল্কহেডগুলো জব্দ ও ১২ জন চালককে (সুকানি) আটক করি।


তিনি আরও বলেন, ২৬জুলাই, বুধবার জব্দকৃত বাল্কহেড ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/মিঠুন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com